চাপের মুখে অভিষিক্ত জাকেরের অর্ধশতক
লেগ স্ট্যাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়ালেন জাকের আলী অনিক। বল খুঁজে নিল সীমানা দড়িকে। চার রান যোগ হলো বাংলাদেশের স্কোরবোর্ডে, জাকেরের নামের পাশেও। এই চার রানে তিনি পৌঁছালেন অর্ধশতকে। অভিষেক টেস্টে দলের ভীষণ গুরুত্বপূর্ণ সময়ে মেলে ধরলেন নিজেকে।
টেস্ট ক্রিকেট মানে মাঠে সময় কাটানো। ব্যাটাররা যত বেশিক্ষণ ক্রিজে থাকবে, প্রতিপক্ষ বোলাররা মানসিকভাবে ততটা পিছিয়ে যাবে। সাদা পোশাকের খেলায় মনস্তাত্ত্বিক এই লড়াইটা ভীষণ জরুরি।
সেখানে এগিয়ে গেল বাংলাদেশ। অন্তত দ্বিতীয় ইনিংসে ১১২ রানে ছয় উইকেট হারানোর পর বাংলাদেশকে নিয়ে বাজি ধরার লোকের অভাবই ছিল। মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী মিলে গড়েন ১৩৮ রানের জুটি। ইনিংস ব্যবধানে হার একটা সময় চোখ রাঙাচ্ছিল, বাংলাদেশ এখন লিড নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার ছক কষছে।
শেষ পর্যন্ত কেশব মহারাজের স্পিনে লেগবিফোর হয়ে থামে জাকেরের ইনিংস। আউট হওয়ার আগে চাপের মুখে সাতটি চারে খেলা ১১১ বলে ৫৮ রানের ইনিংসটি প্রশংসার দাবি রাখে।