মুস্তাফিজ বাংলাদেশের দারুণ আবিষ্কার : ডোনাল্ড
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ শনিবার মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। মাঠের লড়াইয়ে না থাকলেও এই ম্যাচে মুস্তাফিজুর রহমানের প্রতিপক্ষ দলেরই একজন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ড।
প্রোটিয়া এই সাবেক পেসার বেঙ্গালুরুর বোলিং কোচ, অথচ মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ। এই প্রতিভাবান পেসারকে বাংলাদেশের ক্রিকেটের দারুণ এক আবিষ্কার বলেও মনে করেন তিনি।
ডোনাল্ড বলেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে আমি দেখেছি। সে আসলেও দুর্দান্ত একজন বোলার। তাঁর হাতে এমন একটা অস্ত্র আছে, অন্য কোনো বোলারের মধ্যে আমি তা খুব কমই দেখেছি। তাঁর স্লোয়ার ডেলিভারিগুলো খেলা ব্যাটসম্যানদের জন্য খুবিই কঠিন। আর তাঁর ইয়র্কার তো অসাধারণ।’
মুস্তাফিজকে বাংলাদেশের দারুণ এক আবিষ্কার বলেও মনে করেন ডোনাল্ড, ‘আমি বলব ক্রিকেটাঙ্গনে নতুন এক তারকার আবির্ভাব ঘটেছে। আর সেই তারকা মুস্তাফিজ। সে বাংলাদেশের ক্রিকেটের দারুণ এক আবিষ্কার।’
বেঙ্গালুরু ব্যাটসম্যানদের তাই আগেই নাকি সতর্ক করে করে দিয়েছেন ডোনাল্ড, ‘আমাদের ব্যাটিং উইনিটকে বলেছি, আজকের ম্যাচে মুস্তাফিজ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তাঁকে সতর্কভাবে মোকাবিলা করতে হবে। তাঁর বোলিংয়ে তো বৈচিত্র্য আছেই, আর পেসেও তাঁর দারুণ নিয়ন্ত্রণ। তা সত্যিই অসাধারণ।’