ভিনিসিয়াসকে নিয়ে বর্ণবাদী প্রচারণা, স্পেনে গ্রেপ্তার ৪
রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। মাঠের ফুটবলে দারুণ ছন্দে আছেন তিনি। সম্প্রতি হ্যাটট্রিক করেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। তবে, মাঠে ভালো সময় কাটানো ব্রাজিলিয়ান এই তারকাকে প্রায়ই থাকতে হয় অস্বস্তিতে। বিভিন্ন সময় বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তিনি, যা নিয়ে লা লিগা ও স্পেন ফুটবলের ওপর অখুশি থাকার কথাও বলেছিলেন বেশ কয়েকবার।
এবার অবশ্য ভিনিসিয়াসের বিরুদ্ধে বর্ণবাদী প্রচারণা করা চারজনকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। এমন খবরই প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন। তাদের প্রতিবেদন বলছে, ভিনিসিয়াসকে নিয়ে অনলাইনে বর্ণবাদী প্রচারণা চালানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ।
স্পেন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিভিন্ন সময় গ্যালারিতে ভিনিসিয়াসকে নিয়ে বিভিন্ন ক্লাবের সমর্থকরা বর্ণবাদী স্লোগান দিয়েছে। পাশাপাশি সেসব স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রচার করে আসছিল তারা। তদন্তের পর এসবের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মাদ্রিদ ডার্বি (মাদ্রিদ শহরের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচ) চলাকালীন ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে গ্যালারিতে এক যুবক উসকানিমূলক স্লোগান দিচ্ছিল। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।