আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির প্রথম আসামি সাবেক ডিসি জসিম মোল্লা
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে প্রথমবারের মতো জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া কাউকে ট্রাইব্যুনালে আনা হয়।
এ বিষয় ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার নেতৃত্বে ছিলেন পুলিশের সাবেক ডিসি জসীম উদ্দীন মোল্লা। তার বিরুদ্ধে শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ দায়েরের পর তদন্ত সংস্থা তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পান। পরবর্তীতে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গতকাল তাকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাইব্যুনালে হাজিরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
এর আগে গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২০ জনকে ২৭ অক্টোবর হাজির করতে নির্দেশ দেন তিন বিচারপতির ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, দীপু মনি, ফারুক খানসহ ১৪ জনকে ১৮ নভেম্বর হাজিরের নির্দেশ দেন। আর ২০ নভেম্বর হাজির করতে বলা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কমকর্তা জিয়াউল আহসানসহ আরও ছয়জনকে।
এ ছাড়া গত ২৭ অক্টোবর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।