আরব আমিরাতে ঘাম ঝরাল বাংলাদেশ
চলমান পরিস্থিতিতে ভালো নেই বাংলাদেশের ক্রিকেট। সাদা পোশাকে টানা দুই সিরিজে ধবলধোলাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। সাদা পোশাকের হতাশা ঝাড়তে বাংলাদেশের মিশন এবার রঙিন পোশাক।
চলতি সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে অংশ নিতে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল। দুই দফায় খেলোয়াড়রা শারজাহতে পৌঁছানোর পর আজ সোমবার (৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের অনুশীলন।
একদিনের বিশ্রাম শেষে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। বোলিংয়ে ঘাম ঝরিয়েছেন তাসিকন-শরিফুল-মুস্তাফিজরা। ব্যাট হাতে নিবিড় অনুশীলনে দেখা গেছে তাওহিদ হৃদয়কে। ব্যর্থতার বৃত্ত ভেঙে সফলতা খুঁজছে বাংলাদেশ।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব নিয়ে নানা কথা চললেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষেও অধিনায়ক হিসেবে থাকছেন তিনি। তার ডেপুটি করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এই সিরিজ দিয়ে জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। বাদ পড়েছেন লিটন দাস। জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি তিনি। এ ছাড়াও আগের সিরিজ থেকে বাদ পড়েছেন এনামুল হক, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামী ৬ নভেম্বর। পরের দুটি যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।