১০ অঙ্গরাজ্যের ব্যালটে গর্ভপাত ইস্যু
যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যের এখন পর্যন্ত আট ঘণ্টা পেরিয়ে গেছে ভোটের। অঙ্গরাজ্য ভেদে প্রেসিডেন্ট নির্বাচনে এই ভোট প্রদানের সময় বরাদ্দ আছে ১৫ ঘণ্টা পর্যন্তও। মার্কিন ভোটারেরা কেন্দ্রে গিয়ে ব্যালটে নিজেদের রায় জানাচ্ছেন। তবে, ১০টি অঙ্গরাজ্যের ব্যালটে যুক্ত রয়েছে আলোচিত–সমালোচিত গর্ভপাত ইস্যু।
দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদন বলছে, অ্যারিজোনা এবং ফ্লোরিডার মতো কিছু রাজ্যে, গর্ভপাতের ফেডারেল অধিকারকে বাতিল করে মার্কিন সুপ্রিম কোর্ট। অন্যদের মধ্যে, কলোরাডো এবং নিউইয়র্কের মতো রাজ্যও এ নিয়ে বেশ সোচ্চার। এসব অঙ্গরাজ্যের ভোটারেরা নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়ে নিজেদের মত ব্যালটের মাধ্যমে জানাচ্ছেন। এ ছাড়া মিসৌরি, মন্টানা, নেব্রাস্কা, মেরিল্যান্ড, নেভাদা, ও সাউথ ডাকোটাও আছে এই দলে।
সাতটি রাজ্য গর্ভপাত-সম্পর্কিত ব্যালট গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং গর্ভপাত অধিকার সমর্থকরা তাদের সবকটিতেই জয়লাভ করেছে।