হার্শার টুইটে আইপিএলে মাহমুদউল্লাহর নাম
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে। আট ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠ স্থানে। তার ওপর দলটির বিদেশি খেলোয়াড়দের চোট আরো নাকাল করে তুলেছে তাদের।
চোটের কারণে পুনের চার বিদেশি খেলোয়াড় আইপিএল থেকে ছিটকে পড়েছে। ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন, প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসির পর, এই তালিকায় যোগ হয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটার মিচেল মার্শ ও স্টিভেন স্মিথ। এই চার ক্রিকেটারকে হারিয়ে দলটির এখন খুবই বেহাল দশা।
পিটারসেনের বদলি হিসেবে পুনে এরই মধ্যে দলভুক্ত করেছে অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খাজাকে। পুনের বাকি তিন বিদেশির স্থলাভিষিক্ত কে হচ্ছে তা ঠিক হয়নি।
অবশ্য এই তালিকায় বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদউল্লাহর নামও এরই মধ্যে চলে এসেছে। ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে টুইটারে পুনের বিদেশি বদলি খেলোয়াড় হিসেবে দুজনের নাম প্রস্তাব করেন। একজন বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদউল্লাহ, অন্যজন ক্যারিবীয় ক্রিকেটার জনসন চার্লস। তাই গুঞ্জন ছড়িয়ে পড়ে আইপিএলে খেলতে যাচ্ছেন মাহমুদউল্লাহ।
অবশ্য বিষয়টি এখনো নিশ্চত নয়। তবে মাহমুদউল্লাহ যদি শেষ পর্যন্ত খেলার সুযোগ পান, তাহলে তিনি হবেন এই মৌসুমে আইপিএলে খেলা তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন। আর হালের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এ দুজন আসরের শুরু থেকেই খেলছেন।