দেশের ৮৪ সিনেমা হলে ‘দরদ’, ভারতে মুক্তি কবে?
আলোচনা-সমালোচনা পেরিয়ে অবশেষে দেশের ৮৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা ‘দরদ’। সিনেমাটির পরিচালক অনন্য মামুন দাবি করছেন, আজ (১৫ নভেম্বর) থেকে বাংলাদেশসহ ২২টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।
ঈদ ছাড়া বড় বাজেটের সিনেমা মুক্তি পায় না এমন প্রচলিত ভাবনা ভাঙেছে ‘দরদ’; অনন্য মামুন বলছেন, ‘‘আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে খারাপ বলতে পারবেন না।’’
রোম্যান্টিক থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া প্রমুখ।
দুই সপ্তাহ পর ভারতে
সবার ধারণা ছিল, বাংলাদেশের সঙ্গে একই দিন ভারতেও মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু তা হলো না। আরও দুই সপ্তাহ পর প্রতিবেশী দেশের প্রেক্ষাগৃহে উঠবে ‘দরদ’। এদিকে, ৫ ডিসেম্বর ভারতজুড়ে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা : দ্য রুল’। সে সিনেমার সঙ্গে ‘দরদ’ মুক্তি দেওয়া ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকে। তবে নির্মাতা মামুনের মতে, ‘দেশের সঙ্গে একই দিনে ভারতে মুক্তি দিলে পাইরেসির ঝুঁকি থেকে যেত। সে কারণে দুই সপ্তাহ পিছিয়েছি। বড় ছবি থাকলেও সমস্যা নেই, আমাদের ছবি ঠিকই দর্শকের মনে জায়গা করে নেবে।’