আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশু মোহাম্মদপুরে উদ্ধার
ঢাকার আজিমপুরের একটি বাসা থেকে ডাকাতির সময় অপহৃত আট মাস বয়সী শিশুকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
র্যাব সদর দপ্তরের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে র্যাবের একটি দল ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি।
এর আগে শুক্রবার সকালে আজিমপুর এলাকার মেডিকেল স্টাফ কোয়ার্টারের ওই বাসায় ডাকাতরা ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় তারা শিশুটিকেও অপহরণ করে।
পুলিশ জানায়, বাসাটিতে সকালে একজন নারী ও দুইজন পুরুষ প্রবেশ করেন। তারা বাসায় থাকা ফারজানা আক্তার নামে এক নারীকে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা এবং চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর সময় শিশুটিকে নিয়ে যায়। ভুক্তভোগী ফারজানা আক্তার স্টাফ কোয়ার্টারে বাসিন্দা। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী।
ফারজানা আক্তার স্বামী ও এক শিশু সন্তান নিয়ে ওই বাসায় থাকেন বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় র্যাব জানায়, এ বিষয়ে দুপুর সাড়ে ১২টায় কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।