রিভিউয়ে নিজামীর ফাঁসি বহাল থাকবে, আশা অ্যাটর্নি জেনারেলের
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আজ মঙ্গলবার মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে নিজামীর করা আবেদনের রায়ের দিন নির্ধারণের পর সাংবাদিকদের কাছে অ্যাটর্নি জেনারেল এ আশা প্রকাশ করেন।
মাহবুবে আলম বলেন, ‘শুনানিতে আসামিপক্ষ থেকে বলা হয়েছে, যেসব সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে তাঁকে (নিজামী) দণ্ড দেওয়া হয়েছে, তাদের বিশ্বাস করা যায় না এবং বুদ্ধিজীবী হত্যার দায়েও নিজামীকে অভিযুক্ত করা যায় না।’
মাহবুবে আলম বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে বলেছি, তাঁর (আসামি) বক্তব্য প্ররোচনামূলক বক্তব্য এবং এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর আলবদরের ওপর প্রকাশিত লেখা, ১৯৭১ সালে যেটা প্রকাশিত হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তা ছাড়া যারা সাক্ষী, তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যখন একজন ডাক্তারকে ধরে নেওয়া হয়, এ সময় তাঁর স্ত্রীকে আলবদররা বলেছিলেন, মতিউর রহমান নিজামীর নির্দেশে তাঁরা তাঁর স্বামীকে ধরে নিয়ে যাচ্ছেন। এ সমস্ত বিষয় বিবেচনা করে তাঁকে আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন।’
ফাঁসির রায় বহাল থাকবে কি না জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি তো আশাবাদী।’
আসামিপক্ষ কোন কোন অভিযোগ থেকে খালাস চেয়েছিলেন—এ প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘তাঁরা যাবজ্জীবন নিয়ে কোনো বক্তব্য রাখেননি। তাঁদের সাবমিশনে যা বুঝলাম, মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি চান।’
মাহবুবে আলম বলেন, ‘মৃত্যুদণ্ডের রায় সঠিক হয়েছে। সেটা পুনর্বিবেচনার কোনো প্রয়োজন নেই এবং কোনো অবকাশ নেই। তা ছাড়া পুনর্বিবেচনা যে প্রয়োজন, এ মর্মে কোনো যুক্তি তাঁরা উপস্থাপন করতে পারেননি। তাই আমি মৃত্যুদণ্ড বহাল চেয়েছি।’