পরিকল্পিত হত্যাযজ্ঞে স্বাধীনতাবিরোধীরা : সংস্কৃতিমন্ত্রী
স্বাধীনতাবিরোধীরা দেশে পরিকল্পিত হত্যাযজ্ঞ শুরু করেছে বলে অভিযোগ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আজ মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ অভিযোগ করেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ‘সাম্প্রদায়িক শক্তির স্বাধীনতাবিরোধীরা এ দেশে পরিকল্পিত হত্যাযজ্ঞ শুরু করেছে। তারা রাজনীতিক, বুদ্ধিজীবী, লেখক, নাট্যকর্মী হত্যার মিশনে নেমেছে। তন্ময় থেকে শুরু করে রেজাউলকে এরা হত্যা করেছে। এ অপশক্তিকে রুখতে হলে রাজনৈতিক শক্তির পাশাপাশি সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে একটি স্বাধীন সমাজ, মুক্তচিন্তার সমাজ এবং বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ একটি মানবিক দেশ গড়তে হবে।’
নাফিজ চৌধুরী উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী।