জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে : জামায়াতের আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল-মত-ধর্ম ভিন্নতা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে ডা. শফিকুল এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, দ্রব্যমূল্যর দাম কমিয়ে মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে হবে। রমজানকে সামনে রেখে যেন অসাধুবিধা না হয়। দেশে যারা অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছি। তিনি বলেন, দলমত নির্বিশেষে মত পার্থক্য থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর পদেক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি।
জামায়াতের আমীর বলেন, শুধুমাত্র ইসকন নয়, জাতীয় স্বার্থে যে বা যারা অস্থিতিশীলের সঙ্গে জড়িত, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
নির্বাচন নিয়ে ডা. শফিকুল বলেন, আমরা দশ দফা সংস্কারের কথা বলেছি, দ্রুত সংস্কার করে নির্বাচন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই।