বর্ষসেরার জন্য ভোট দিতে পারবেন ভক্তরা, জেনে নিন নিয়ম
বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’ ২০২৪ এর জন্য ১১ খেলোয়াড়ের নাম মনোনীত করেছে ফিফা। যেখানে লিওনেল মেসির পাশাপাশি জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রির মতো তারকারা। বর্ষসেরা খেলোয়াড় বেছে নিতে ভোট দিতে পারবেন ভক্তরা।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) দ্য বেস্ট পুরস্কারে মেনস প্লেয়ারের পাশাপাশি আরও ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ছেলে ও মেয়ে দুই বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে আছে বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার। এছাড়া আছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড। আর প্রতিটি পুরস্কারে ভোট দিতে পারবেন ভক্তরা। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হবে এই পুরস্কার।
সেরা খেলোয়াড়, কোচ ও গোলকিপারে দর্শকদের মোট ভোট চার ভাগের এক ভাগ। বাকি তিন ভাগ দেবেন ফিফা সদস্যদেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। সেরা গোল ও সেরা একাদশে ভক্ত-সমর্থকদের ভোটের হার অর্ধেক।
মূলত ফিফা ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে একটি ইমেইল এড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আপনি নিজের পছন্দের খেলোয়াড়, কোচ, গোলরক্ষকদের ভোট দিতে পারবেন। ভোট দেয়া যাবে ফিফা ওয়েবসাইটে, ১০ ডিসেম্বর পর্যন্ত।