আশুলিয়ায় বার্ষিক ছুটির টাকার দাবিতে মহাসড়ক অবরোধ
বার্ষিক ছুটির পাওনা টাকা ও ৭ কর্মকর্তার অপসারণ দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রায় ৩ ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আশ্বাসে তারা মহাসড়ক ছেড়ে দেয়।
শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে আশুলিয়ার শ্রীপুরস্থ শিন শিন গ্রুপের জেনস প্লাস লিমিটেড কারখানার প্রায় সহস্রাধিক শ্রমিক মহাসড়ক অবরোধ করে রাখেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বার্ষিক ছুটির পাওনা টাকা ও ৭ জন কর্মকর্তার অপসারণ চেয়ে দুই মাস ধরে দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। কিন্তু কর্তৃপক্ষ এ নিয়ে তালবাহানা করতে থাকে। পরে গত বৃহস্পতিবার ২৮ নভেম্বর দুপুরে কাজ বন্ধ করে দিয়ে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। একপর্যায়ে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়ে দুজন কর্মকর্তাকে অপসারণ করেন এবং শ্রমিকদের দাবিকৃত টাকার মধ্য থেকে নামমাত্র কিছু টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে থাকেন। বাকি টাকা শনিবার দেবে বলে আশ্বাস দেয় কর্তৃপক্ষ।
শিন শিন কারখানার সুইং অপারেটর তানিয়া আক্তার তৃষা, নুর ইসালামসহ আরো অনেক শ্রমিক জানান, কারখানাটিতে প্রায় ১৩শ শ্রমিক কাজ করে। তাদের কারো ৫ বছর, কারো ৭ বছর আবার কারো আরো অনেক বেশিদিনের ছুটির টাকা পাওনা রয়েছে। এসব পরিশোধের দাবি জানিয়ে আন্দোলন করেন তারা। আন্দোলনের কারণে কারখানাটির মালিকপক্ষ শ্রমিকদের সম্পূর্ণ বার্ষিক ছুটির টাকা পরিশোধের পরিবর্তে আংশিক প্রদান করে বাকি টাকা বকেয়া রাখা হয়। তিন বছরের ছুটির টাকা জমা হলে এক বছরের টাকা পরিশোধ করে এবং দুই বছরের টাকা বকেয়া রাখা হয়। গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটির টাকা পরিশোধের কথা বললেও পরে দেখা যায় শ্রমিকরা আংশিক টাকা পেয়েছেন। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার শ্রমিকরা কারখানায় কাজ বন্ধ করে আন্দোলন শুরু করে কর্মবিরতি পালন করে। পরবর্তীতে মালিকপক্ষ কোন ঘোষণা ছাড়াই আজ শনিবার কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। তাই বাধ্য হয়েই সড়কে নেমেছি।
এদিকে শনিবার সকালে কারখানায় এসে শ্রমিকরা প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পায়। পরে এনিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে কথা বলতে পারেনি শ্রমিকরা। পরে সকাল সাড়ে ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে ওই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমস্যা সমাধানের আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে দেয় শ্রমিকরা।
শিন শিন গ্রুপের জেনস প্লাস লিমিটেড কারখানার এইচ আর অ্যাডমিন মো. জামাল জানান, শ্রমিকদের সকল পাওনাদি আইন অনুযায়ী পরিশোধ করা হয়েছে। তাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে এমনটি হচ্ছে। তবে এখন ঝামেলা নেই, মিটে গেছে।
তবে কারখানা আজ কেন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এমন প্রশ্ন করতেই ফোনটি কেটে দেন এই কর্মকর্তা। পরে আর তিনি ফোন ধরেননি।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম জানান, বাৎসরিক ছুটির টাকাসহ বিভিন্ন দাবি জানিয়ে গত বৃহস্পতিবারও আন্দোলন করে শ্রমিকরা। ওইদিন নেগোসিয়েশন হয়নি। শনিবার সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে আবার শ্রমিকরা রাস্তায় নেমে আসে।