জুলাই হত্যাকারী কাউকে ছাড় দেওয়া হবে না : সারজিস আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জুলাই হত্যাকারী কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে শহীদ পরিবারের হাতে চেক তুলে দেওয়ার সময় সারজিস আলম এ কথা বলেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, জুলাই আন্দোলনে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তি যত বড়ই হোক, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। যদি কেউ এই দায়িত্ব পালনে ভয় পান বা ব্যর্থ হন, তাহলে দায়িত্ব ছেড়ে চলে যান। ছাত্র জনতার হত্যাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। বিচার প্রক্রিয়ায় কোনোরকম শৈথিল্য দেখানো যাবে না।
সারজিস আলম বলেন, কোনো শহীদ পরিবারকে টোকা দিলে আমরা তা সহ্য করব না। বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবার সারা জীবন সহায়তা পাবে।
এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। দেশে সব ধর্মের মানুষের নিরাপদ বসবাসের অধিকার আছে। জবাই করে মানুষ হত্যা মেনে নেওয়া যায় না।
দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ময়মনসিংহ বিভাগের ৫৫ জন শহীদ পরিবারের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ মীর মুগ্ধের ভাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর স্নিগ্ধ।