হারের পর শাস্তি পেলেন দুই ক্যারিবীয় ক্রিকেটার
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সাদা পোশাকে বছরের শেষটা রাঙাল বাংলাদেশ। এমন জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও সুখবর পেয়েছে মিরাজরা। বাংলাদেশ সুখবর পেলেও জোড়া দুঃসংবাদ পেল ক্যারিবীয়রা। পয়েন্ট টেবিলে তলানীতে নেমে যাওয়ার পর এবার শাস্তি পেলেন দলটির দুই ক্রিকেটার।
মূলত অসদাচরণের জন্য আইসিসির শাস্তি পেলেন দলটির দুই ক্রিকেটের জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ার। কিংস্টন টেস্টে দুজনের আচরণই আক্রমণাত্মক ছিল। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারে মাহমুদুল হাসানকে আউট করে সফরকারীদের ড্রেসিংরুমের দিকে তাকিয়ে অনাকাঙ্ক্ষিত ও অতি আক্রমণাত্মক অঙ্গভঙ্গী করেন ক্যারিবিয়ান পেসার সিলস।
সাজা হিসেবে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে সিলসের নামের পাশে। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৪ ধারা ভেঙেছেন সিনক্লেইর। ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে সিনক্লেইরকে। সেই সঙ্গে জুটেছে ১ ডিমেরিট পয়েন্ট। সিলস এবং সিনক্লেইর দুইজনই ২৪ মাসের মধ্যে এটি প্রথম ডিমেরিট পয়েন্ট।
শাস্তিপ্রাপ্ত দুই উইন্ডিজ ক্রিকেটার তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। সিলস-সিনক্লেয়ারের বিরুদ্ধে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি প্রয়োগ করেন।
উল্লেখ্য, প্রথম টেস্টে হেরে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চার দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে নেয় ১০১ রানে। পুরো ম্যাচে কয়েকবারই দুই দলের খেলোয়াড়দের একে অন্যকে ‘স্লেজিং’ করতে দেখা গেছে। ছেড়ে কথা বলেনি বাংলাদেশও। জাকের আলী অনিকদের দেখা গেছে স্লেজিং করতে। যদিও সেই আক্রমণাত্নক ছিল না।