পাকিস্তানের শর্ত মানলে হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনও সরেনি। তবে, তৈরি হয়েছে আশা। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি হতে পারে পাকিস্তান। টুর্নামেন্ট নিয়ে আজ আবারও (৫ ডিসেম্বর) বসেছে আইসিসির সভা। পাকিস্তানের দেওয়া কয়েকটি শর্ত মানলে হাইব্রিড মডেলে হতে পারে বিশ্বকাপের পর দ্বিতীয় মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া শর্তগুলোর মধ্যে অন্যতম তিনটি হলো— পাকিস্তানের বাইরে যে কয়টি ম্যাচ আয়োজন করা হবে, সেসবের ক্ষতিপূরণ দিতে হবে পিসিবিকে। ভবিষ্যতে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসির ইভেন্টগুলোও হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে। পাশাপাশি ভারত ও পাকিস্তানকে নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে হবে।
শর্তগুলোর মধ্যে ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজনের বিষয়টি জটিল। এটি মানা নিয়ে আছে শঙ্কা। ভারতের যে প্রভাব ক্রিকেটে, তাতে এটি অসম্ভব বলে ধারণা করা হচ্ছে। বাকিটুকু সভা শেষে বোঝা যাবে।
এদিকে, আইসিসির নতুন সভাপতি জয় শাহ আজ দুবাইয়ে অবস্থিত সংস্থাটির হেড কোয়ার্টার পরিদর্শনে গিয়েছেন। দেখা করেছেন কর্তাব্যক্তিদের সঙ্গে। আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক এই সাধারণ সম্পাদক।