রোনালদোর দিকে তাকিয়ে রিয়াল মাদ্রিদ
প্রথম লেগে চোটের কারণে খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। জিততে পারেনি রিয়াল মাদ্রিদও, গোলশূন্য ড্র করেছিল ম্যানচেস্টার সিটির সঙ্গে। আজ রাতে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগে তাই জিততেই হবে রিয়ালকে। আর ঘরের মাঠে জয়ের জন্য ইউরোপের সবচেয়ে সফল দল তাকিয়ে আছে ‘গোলমেশিন’ রোনালদোর দিকে।
গত ২০ এপ্রিল লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিং বা পায়ের পেশিতে টান পড়েছিল রোনালদোর। এরপর টানা তিন ম্যাচ দর্শক হয়ে থাকতে হয়েছিল তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে। রিয়ালের জন্য সুখবর, চোট কাটিয়ে রোনালদো এখন সুস্থ। গত সোমবার দলের সঙ্গে পুরো প্র্যাকটিস সেশনে অংশও নিয়েছেন পর্তুগিজ এই তারকা।
দলের সবচেয়ে বড় তারকাকে ফিরে পেয়ে দারুণ খুশি ফরাসি-কিংবদন্তি জিনেদিন জিদান। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রিয়ালের কোচের কণ্ঠে ধরা পড়েছে সেই আনন্দ, ‘ক্রিস্টিয়ানো ভালো আছে। সে ১০০ ভাগ ফিট। সে প্র্যাকটিস করেছে আর আগামীকাল (বুধবার) আমাদের সঙ্গেই থাকবে। তাকে নিয়ে কোনো ঝুঁকি নেই। আমরা চাই ১০০ ভাগ সুস্থ ক্রিস্টিয়ানোকে। সে ভিন্ন ধরনের খেলোয়াড়। তার গোল সংখ্যাতেই তা প্রতিফলিত। সে যে আগামীকাল আমাদের সঙ্গে থাকবে, সেজন্য আমি দারুণ খুশি।’
এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৬টি সহ মোট ৪৭ গোল করা রোনালদো ফিরলেও করিম বেনজেমাকে পাচ্ছে না রিয়াল। এই ফরাসি স্ট্রাইকারেরও হ্যামস্ট্রিংয়ে সমস্যা। চোটের কারণে আজ খেলতে পারবেন না এ মৌসুমে রিয়ালের অন্যতম ‘আবিষ্কার’ ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও।