দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যাদুর মোড় এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসটি যাদুর মোড় এলাকায় পৌঁছলে ধানবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। এরপর তারা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। এ ছাড়া বীরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে যান চলাচলে কাজ করছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, দুর্ঘটনায় আহতদের প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত তথ্য জানা যায়নি।