রাজধানীতে সাংবাদিকের ওপর হামলায় থানায় জিডি, র্যাকের নিন্দা
রাজধানীর বিজয়নগরে বশির হোসেন খান নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনবাণী পত্রিকার রিপোর্টার।
গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিজয়নগর নাইটেঙ্গেল মোড়ে বশির হামলার শিকার হন। এই ঘটনায় রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
বশির হোসেন খানের ওপর হামলার নিন্দা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন-র্যাক। এক বিবৃতিতে র্যাক সভাপতি জেমসন মাহবুব এবং সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা বশির হোসেনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।