খিলগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, জড়িতদের শনাক্তের চেষ্টায় পুলিশ
রাজধানীর খিলগাঁওয়ে গতকাল শুক্রবার চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনা যারা ঘটিয়েছে, পুলিশ তাদের শনাক্তের চেষ্টা করছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) রাতে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এ তথ্য জানান।
জয়নাল আবেদীন বলেন, পাথর নিক্ষেপের ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে ছাড়ার পর তিলপাপাড়া এলাকা দিয়ে যাচ্ছিল। তখন একদল যুবক ট্রেনের জানালা লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ করছে।
জয়নাল আবেদীন আরও বলেন, গত ৩০ নভেম্বর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক আহত হন। পরে ৪ ডিসেম্বর খিলগাঁও থানায় একটি মামলা হয়। সেই মামলায় একজন গ্রেপ্তার হলেও পরে তিনি জামিনে ছাড়া পান। এর জের ধরে একদল যুবক যমুনা এক্সপ্রেসের জানালা লক্ষ্য করে পাথর ছুড়েছেন।
জয়নাল আবেদীন বলেন, ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জড়িত ব্যক্তিদের আমরা খুঁজছি। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।