ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার তাগিদ মিরাজের
সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশের বোলাররা যতটা ভালো করছেন, ততটা হতাশ করছেন ব্যাটাররা। বোলিংয়ের সাফল্য কখনো কখনো ম্লান হচ্ছে বিবর্ণ ব্যাটিংয়ে। সেটি অকপটে স্বীকারও করেন দলের খেলোয়াড়রা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে আরেকবার ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার কথা মনে করালেন মেহেদী হাসান মিরাজ।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আজ রোববার (৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক মিরাজ জানালেন, জিততে হলে সবাইকে ভালো করতে হবে। এজন্য ব্যাটারদের হতে হবে দায়িত্বশীল।
মিরাজ বলেন, ‘এক-দুইজন ভালো খেললে ম্যাচ জেতা যাবে না। জিততে হলে সবাইকে ভালো করতে হবে। সিনিয়রদের দায়িত্ব নিতে হবে। ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। খেলায় রানটাই আসল ব্যাপার। ব্যাটাররা রান করলে বোলারদের জন্য সহজ হয়ে যায়। বোলাররা দারুণ করছে। আমরা ব্যাটিং নিয়ে আলোচনা করছি, কীভাবে আরও ভালো করা যায়।’
ক্যারিবীয়দের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান কথা বলছে সফরকারীদের হয়েই। মুখোমুখি শেষ পাঁচ লড়াইয়ে বাংলাদেশ হেসেছে জয়ের হাসি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২২ সালে তাদের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জিতেছিল বাংলাদেশ। এর আগে ২০২১ সালে ঘরের মাঠেও ক্যারিবীয়দের সিরিজ হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। সেদিক থেকে ক্যারিবীয়দের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন অনেকে।