নেত্রকোনা ট্র্যাজিডি দিবস পালন
নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে নেত্রকোনা ট্র্যাজিডি দিবস। আজ রোববার (৮ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকালে কালো ব্যাজ ধারণ করে নেত্রকোনাবাসী।
নেত্রকোনা ট্র্যাজিডি দিবসে উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নিহতদের স্মরণে নির্মিত শহরের অজহর রোডে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণা ও গণসংগীত পরিবেশিত হয়।
সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৪২ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে দাঁড়িয়ে দুই মিনিট স্তব্ধ নেত্রকোনা কর্মসূচি পালন করা হয়।
নেত্রকোনা ট্র্যাজিডি দিবস উৎযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে সব স্তরের মানুষ অংশ নেয়।
সকালে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
২০০৫ সালের এই দিনে শহরের অজহর রোডে শতদল শিল্পীগোষ্ঠী ও জেলা উদীচী কার্যালয়ের সামনে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় উদীচীর শিল্পী খাজা হায়দার হোসেন ও সুদীপ্তা পাল শেলীসহ আটজন নিহত হয়েছিল। আহত হয়েছিল আরও অর্ধশতাধিক মানুষ। এরপর থেকে প্রতিবছর ৮ ডিসেম্বরকে নেত্রকোনা ট্র্যাজিডি দিবস হিসেবে পালন করে আসছে নেত্রকোনাবাসী।