সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। শনিবার (৭ ডিসেম্বর) সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ৩টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছান তারা। এসময় সিঙ্গাপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামসুর রহমান ফিলিপ, সিনিয়র সহ-সভাপতি আশরাফ খান রবিন, অর্থ সম্পাদক মাসুদুর রহমান, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সুমন, যুব বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী যুবদল সিঙ্গাপুরের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, সহ-সংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহিম বিপ্লব প্রমুখ।
আজ সোমবার (৯ ডিসেম্বর) মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
মির্জা আব্বাসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন ও মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী সোহেল আহমেদ।
শায়রুল কবির আরও বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস সিঙ্গাপুর গিয়েছেন। তাদের আগামী ১৫ ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে।