মামলা তদন্তের দায়িত্ব পেয়ে চাঁদাবাজির অভিযোগে এসআই প্রত্যাহার
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিভিন্ন মামলায় নিরপরাধ মানুষকে হয়রানি এবং মামলা তদন্তের দায়িত্ব পেয়ে চাঁদাবাজির অভিযোগে শাহিন পারভেজ নামে এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় তিনি সিলেট রেঞ্জে কর্মরত ছিলেন।
আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘জুলাই অভ্যুত্থানে মামলা বাণিজ্যে পুলিশও জড়িত। আমার লোক যে সব ভালো তা বলব না। আমার কাছে যাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমি গতকাল অলরেডি একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, যিনি আমার লোক, এই কাজে লিপ্ত ছিল।’
ডিএমপির জনসংযোগ শাখা থেকে জানা গেছে, ডিএমপি কমিশনারের নির্দেশে আদাবর থানার এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া গণমাধ্যমকে বলেন, গতকাল রোববার রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও বিভাগে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, সিলেট রেঞ্জ থেকে ডিএমপিতে বদলি হয়ে আসা শাহিন পারভেজকে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এই দায়িত্ব পেয়ে মামলার এক আসামির কাছে টাকা দাবি করেন। ভুক্তভোগী বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।