জিসানের সেঞ্চুরি ম্লান করে ঢাকার রোমাঞ্চকর জয়
বিপিএলের বাইরে লম্বা সময় ধরে আরও একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়ে আসছিল ক্রিকেটাররা। এক যুগ পর ক্রিকেটারদের সেই দাবি পূরণ করল বিসিবি। সিলেটে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টি। বিপিএলের ঠিক আগে এমন টুর্নামেন্ট, দেশি ক্রিকেটারদের জন্য প্রস্তুতির বড় সুযোগ।
নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম দিনই দারুণ লড়াই দেখল সিলেটের মানুষ। ঢাকা বিভাগ ও সিলেট বিভাগের রোমাঞ্চকর ম্যাচের নিষ্পত্তি হলো শেষ বলে ছক্কায়। জয়ের জন্য এক বলে ৫ রানের দরকার ছিল ঢাকার। তুফায়েলের ফুলটস বলটিতে কাভারের ওপর দিয়ে ছক্কা ম্যাচে দলকে ৬ উইকেটের জয় এনে দেন শুভাগত হোম।
এর আগে, ব্যাট করতে নেমে সিলেট ৪ উইকেটে ২০৫ রান তোলে। জবাবে ঢাকা ৪ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে। সিলেটের হয়ে বিধ্বংসী সেঞ্চুরি করেন জিসান আলম। মাত্র ৫৩ বলে ৪ চার ও ১০ ছক্কায় ১০০ রান তার। স্বীকৃত ক্রিকেটে জিসানের এটা প্রথম সেঞ্চুরি। টি-টোয়েন্টিতেও প্রথম।
বড় সংগ্রহ তাড়া করতে নেমে ঢাকার হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালান আরিফুল। মাত্র ৪৬ বলে ৮ ছক্কা ও ৬ চারে ৯৪ রানে আউট হন আরিফুল। ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও ম্যাচ সেরা হয়েছেন এ ব্যাটারই। পরবর্তীতে মাহিদুল অঙ্কনের অপরাজিত ২৩ বলে ৩০ ও শুভাগত হোমের ১৮ বল ৩১ রানে ৬৩ রানের জুটিতে ম্যাচ জয় নিশ্চিত হয় ঢাকার।
এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা মিলে মোট ২৫ ছক্কা মেরেছেন। আসন্ন বিপিএলেও এমন ব্যাটিংই দেখতে চান ক্রিকেটপ্রেমীরা। সিলেট অ্যাকাডেমি মাঠে অন্য ম্যাচে ঢাকা মেট্রো ৩১ রানের সহজ জয় পেয়েছে বরিশালের বিপক্ষে। আগে ব্যাট করে ঢাকা মেট্রো ৪ উইকেটে ১৯২ রান তোলে। জবাবে বরিশাল ৮ উইকেটে ১৬১ রানের বেশি করতে পারেনি।