সাফজয়ী নারীদের বোনাসের অর্থ দিতে ফান্ড গঠনের তাগিদ বাফুফের
টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশের মুখ উজ্জ্বল করায় গত ৯ নভেম্বর সাফজয়ী নারী দলকে দেড় কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপর এক মাস পার হলেও নারী দলকে বোনাসের অর্থ বুঝিয়ে দেওয়া হয়নি। বাফুফের পক্ষ থেকে আজ বুধবার (১১ ডিসেম্বর) জানানো হয়েছে, তারা দ্রুত সেই অর্থ প্রদান করবেন।
মতিঝিলে বাফুফে ভবনে আজ অনুষ্ঠিত হয়েছে কার্যনির্বাহী সভা। বাফুফে প্রধান তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা হয় বিভিন্ন বিষয় নিয়ে। যার একটি ছিল সাফজয়ী নারীদের বোনাস প্রদান। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেই বিষয়ে কথা বলেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, সভাপতির পক্ষ থেকে তাদের তাগাদা দেওয়া হচ্ছে অর্থের ব্যাপারে।
আমিরুল ইসলাম বলেন, ‘মেয়েদের সাফের যে টাকাটা, সেটি আমাদের ভেতর থেকে দেওয়া হবে। সেহেতু আমাদের একটু তাগাদা দেওয়া হয়েছে। যাতে অতি তাড়াতাড়ি আমরা মেয়েদের টাকাটা দিতে পারি। সেই ব্যাপারে সভাপতির সজাগ দৃষ্টি রয়েছে।’
সাংবাদিকরা ফিরতি প্রশ্নে জানতে চান, কে কাকে অর্থের জন্য তাগিদ দিচ্ছে? আমিরুল ইসলাম তখন বলেন, ‘সভাপতি আমাদের (বোর্ডের সদস্যদের) তাগাদা দিয়েছেন। কারণ, টাকাটা বোর্ডের সবাই মিলে নিজেদের মধ্য থেকে দেব।’