হলিউডের কাছে মালিবুতে দাবানল, ঘর ছেড়েছে হাজার হাজার মানুষ
হলিউডের কাছে ক্যালিফোর্নিয়ার মালিবু শহরে গত ৯ ডিসেম্বর ভয়াবহ দাবানল শুরু হয়, যার ফলে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মালিবু, যেখানে সেলিব্রেটিরা যেমন লেডি গাগা, লিওনার্দো দি ক্যাপরিও, জেনিফার আনিস্টন এবং শের-এর মতো ব্যক্তিত্বদের বাস, সেখানে সাতটি বাড়ি আগুনে পুড়ে গেছে।
এটি স্থানীয় বাসিন্দাদের জন্য এক ভয়াবহ অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়, কারণ দাবানল দ্রুত পাহাড়ের পাদদেশে ছড়িয়ে পড়ে। এক বাসিন্দা, অ্যালেস জালাস, তার অভিজ্ঞতার বর্ণনায় বলেন, রাত ১১টার দিকে আমরা মানুষের চিৎকার শুনতে পাচ্ছিলাম। আকাশ রক্তবর্ণ হয়ে উঠেছিল। পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আগুন পাহাড়ের কাছে চলে আসে এবং আমরা সম্পূর্ণ ধোঁয়াবেষ্টিত হয়ে পড়ি।
আগুনের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। লস এঞ্জেলস কাউন্টি শেরিফের ক্যাপ্টেন জেনিফার সিটো জানান, দাবানল তীব্র হওয়ার কারণে এলাকার বাসিন্দাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে।
মালিবুর মেয়র ডগ স্টুয়ার্ট বলেছেন, এটি অত্যন্ত ভীতিকর একটি পরিস্থিতি, তবে মালিবু এবং তার অধিবাসীরা কখনও পরাজয় মানবে না। দমকল বাহিনীর এক হাজার ৫০০ সদস্য এবং বিমান সহায়তায় আগুন নেভানোর কাজ চলছে।
এমনকি, সেলিব্রেটি বাসিন্দাদের বাড়ির সঙ্গে সঙ্গে মালিবুর পরিবেশ এবং স্থানীয় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।