জামায়াতের কিছু বক্তব্যে কষ্ট লাগে : নজরুল ইসলাম খান

জামায়াতের কিছু বক্তব্যে কষ্ট লাগে : নজরুল ইসলাম খান

জামায়াতের সঙ্গে বিএনপির তেমন কোনো দূরত্ব নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে জামায়াতের কর্মকাণ্ড ও কিছু বক্তব্যে বিএনপি মর্মাহত বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১০ জানুয়ারি) জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা জানান।

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম খান বলেন, ‘এমন কোনো দূরত্বের কিছু নাই। তারাও (জামায়াত) গণতন্ত্র চায়, নির্বাচন চায়। তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনও বলে যে তারাই শুধু দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। কথাটা ঠিক না। আমরা সবাই দেশপ্রেমিক।’

নজরুল ইসলাম খান বলেন, আমি মুক্তিযুদ্ধ করেছি। তারপর যদি বলেন, শুধু আপনি দেশপ্রেমিক, আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক, তাহলে আমাকে বাদ দিলেন না আপনি! এটা তো কষ্ট লাগার কথা। আমরা আশা করব, এরকম কথা কেউ না বলুক।’

জামায়াতের সাথে বিএনপি বৈঠক করবে কিনা জানতে চাইলে এই বিএনপিনেতা বলেন, ‘জামায়াতের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম না, আমরা জোটে ছিলাম। যুগপৎ আন্দোলনে আমাদের আর জামায়াতের সব কর্মসূচি একরকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিল। আমরা আশা করব, আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে।’

খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, ‘বেগম খালেদা জিয়ার লন্ডনে যে হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল, উনি এয়ারপোর্ট থেকে সোজা সেখানেই ভর্তি হয়েছেন এবং সেখানে চিকিৎসাধীন আছেন। আল্লাহর মেহেরবানিতে তার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে। আমরা সবাই দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন।’

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমানও অংশ নেন। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সমমনা জোটের আরও কয়েক নেতা এই বৈঠকে অংশ নেন।

Author: 
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
News type: 
Web
Publish date: 
Friday, January 10, 2025 - 15:30
URL category: 
বাংলাদেশ
News category: 
বাংলাদেশ
শীর্ষ সংবাদ
রাজনীতি

Storyline tag:

Breadcrumb category: 
রাজনীতি