আমার প্রতিদ্বন্দ্বী রুক্মিণী : দেব
দেবের ‘খাদান’-এর বিশাল সাফল্যের পরেই মুক্তি পাচ্ছে টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। এই সিনেমার নিবেদক, যৌথ প্রযোজক দেব। গতকাল শনিবার রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত সিনেমার ট্রেলার মুক্তি পেল ।
এদিন সাংবাদিকের সামনে অনুষ্ঠানের অভিনেতা দেব বলেন, ‘এর আগে পরিচালক রামকমল মুখোপাধ্যায় হিন্দি সিনেমার জন্য জাতীয় স্তরের পুরস্কার পেয়েছেন। আর এই সিনেমা দিয়ে বাংলা বিনোদন দুনিয়ায় পা রাখলেন তিনি। আমার বিশ্বাস, ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ তাকে আরও একটি জাতীয় স্তরের পুরস্কার এনে দেবে।’ একইসঙ্গে এ-ও দাবি দেবের, ‘সিনেমার নায়িকা রুক্মিণীই নাকি তার প্রতিদ্বন্দ্বী! একের পর এক বেড়া টপকে এগিয়ে যাচ্ছেন!’
এরপর নিজেই প্রসঙ্গ তুলে জবাব দিলেন, “প্রতিদ্বন্দ্বিতা হবে কী? শুরু হয়ে গিয়েছে। ‘বিনোদিনী’র প্রচার নাকি ‘খাদান’-এর মতো হচ্ছে না! অভিযোগ নায়িকার। ওর মধ্যে আমার ছায়া দেখতে পাই। একই রকম খিটখিটে, খুঁতখুঁতে।” আরও দাবি করেন রুক্মিণী, খুব অল্প সময়ে নায়িকা ‘বিনোদিনী’ চরিত্রে অভিনয় করছেন। দেব তাই হিংসা করেন তাকে।
ট্রেলারে আরও একবার নিজেকে দেখে আবেগে ভেসেছেন রুক্মিণী। চোখের জল সামলাতে মুখ লুকিয়েছেন দেবের কাঁধে। জানিয়েছেন, এই চরিত্র তাকে অভিনয়ের অন্য এক জগতে পৌঁছে দিয়েছে। যা আজীবন সঙ্গে থেকে যাবে তার। দেবের কাছে তিনি ঋণী, পুরুষশাসিত বিনোদন দুনিয়ায় ‘নারীকেন্দ্রিক’ চরিত্রে অভিনয়ের সাহস জোগানোর জন্য। সকল বাধা পেরিয়ে অবশেষে ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই সিনেমা।