সুপার কাপের ফাইনালে এল ক্ল্যাসিকোর মহারণ
বছরের প্রথম এল ক্ল্যাসিকো, উত্তেজনা এমনিতেই বেশি। তার ওপর মঞ্চটা ফাইনালের। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ রোববার (১২ জানুয়ারি) মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ধ্রুপদী এই লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় দিনগত রাত ১টায়, সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে।
টানা তৃতীয়বারের মতো সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। স্প্যানিশ ক্লাব দুটির লড়াই ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ ম্যাচের স্বীকৃতি পেয়েছে বহু আগেই। যেখানে ম্যাচের ফলের সঙ্গে জড়িয়ে থাকে আরও অনেক কিছু। ঐতিহ্য, অহংকার, মর্যাদার এল ক্ল্যাসিকোতে ফুটবলাররা মুখিয়ে থাকেন নিজেদের সেরাটা দিতে।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে টানা তৃতীয়বার পরস্পরকে মোকাবিলা করতে চলেছে মাদ্রিদ ও বার্সা। আগের দুবারের একবার শিরোপা গেছে বার্সার ঘরে, একবার মাদ্রিদের। দুদলের সর্বশেষ দেখায় অবশ্য কার্লো আনচেলত্তির শিষ্যদের উড়িয়ে দিয়েছিল হ্যানসি ফ্লিকের বার্সেলোনা। ম্যাচটি তারা জিতেছিল ৪-০ ব্যবধানে।
লা লিগায় এরপর পালাবদল ঘটেছে। শীর্ষস্থান হারিয়েছে বার্সা। লিগ টেবিলে এখন রিয়ালের রাজত্ব। আজকের ম্যাচটি তাদের সামনে প্রতিশোধেরও। সঙ্গে শিরোপা বগলদাবা করার সুযোগ।
ম্যাচের আগে মাদ্রিদ বস আনচেলত্তি বলেন, ‘ক্ল্যাসিকো সবসময়ই ক্ল্যাসিক। এখানে বাড়তি চাপ থাকে। আর এটি ফাইনালের মঞ্চ। বার্সা ভালো খেলছে। তাদের সঙ্গে লড়াইটা কঠিন হবে। তবে, আমার ছেলেরা উন্নতি করছে। ম্যাচ হারলে বিষয়টি ভালো দেখাবে না। সেরাটা দিয়েই খেলতে হবে।’
বার্সা কোচ ফ্লিক বলেন, ‘রিয়াল মাদ্রিদ সবসময়ই সেরা দল। তারা প্রতিনিয়ত উন্নতি করে। একে তো ক্ল্যাসিকো, তার ওপর ফাইনাল। এটি কঠিন ম্যাচ। এমন ম্যাচে জিততে পারলে ভালো লাগবে।’