চেক প্রজাতন্ত্রে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৬
চেক প্রজাতন্ত্রের মোস্ট শহরের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৬ জন। এছাড়া এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারি) জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দেশটির স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চেক প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মোস্টের একটি রেস্তোরাঁয় স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভির ১২টি ইউনিট কাজ করে। স্থানীয় সময় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত আটজনকে হাসপাতালে পাঠানো হয়।
হিটার উল্টে যাওয়ার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে দেশটির স্থানীয় ফায়ার সার্ভিস। রেস্তোরাঁর টয়লেটে আটকে পড়া একজনকে উদ্ধার করেছে তাঁরা। এছাড়া রেস্তোরাঁ ও আশেপাশের এলাকা থেকে ৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। চেক মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, আগুনে রেস্তোরাঁটি পুড়ে ধ্বংস হয়ে গেছে। চেক রেডিও জানিয়েছে, বিস্ফোরণের সময় রেস্তোরাঁয় প্রায় ২০ জন অতিথি ছিলেন।
দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো অবহেলা রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে তারা।
এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসান ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করতে তিনি পৌর ও আঞ্চলিক কর্মকর্তাদের সাথে দেখা করেছেন।