চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা আফগানিস্তানের, বাদ তারকা ক্রিকেটার
সাম্প্রতিক সময়ে আইসিসির টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে আফগানিস্তান। ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে সবাইকে চমক দেয় রশিদ খানের দল। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ কিছু করতে মরিয়া দলটি। সেই লক্ষ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এসিবি।
গতকাল রোববার (১২ জানুয়ারি) ঘোষিত দলে দলে জায়গা হয়নি রহস্য স্পিনার মুজিব-উর-রহমানের। তার বদলে জায়গা করে নিয়েছেন স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার। এছাড়াও দলে ফিরেছেন ব্যাটার ইব্রাহিম জাদরান ।জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন মুজিব। কিন্তু তাকে খেলায়নি আফগানিস্তান। এবার দলেই জায়গা হলো না তার। ২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে এই সংস্করণে সবশেষ ম্যাচ খেলেন তিনি।
গত বছরের জুনে আফগানিস্তানের জার্সিতে সবশেষ মাঠে নামেন ইব্রাহিম, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে। জাতীয় দলের হয়ে ৩৩ ওয়ানডের সবশেষটি খেলেন তিনি গত মার্চে। এই সংস্করণে ৫ সেঞ্চুরিতে ১ হাজার ৪৪০ রান করেছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবাদিন নাইব, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম গাজানফার, নুর আহমাদ, ফজলহক ফারুকি, ফারিদ মালিক, নাভিদ জাদরান।
রিজার্ভ: দারভিশ রাসুলি, নানগেয়ালিয়া খারোটে, বিলাল সামি