সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর খালাসের খবরে নেত্রকোনায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সব মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় তাঁর নিজ জেলা নেত্রকোনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপি, যুবদলসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
লুৎফুজ্জামান বাবর খালাস পাওয়ার খবরে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন রনির নেতৃত্বে নেত্রকোনা পৌর শহরের স্টেশন রোড এলাকা থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে জেলা আইনজীবী ফোরাম শহরে একটি আনন্দ মিছিল বের করে দলীয় কার্যালয়ে এসে শেষ করে।
এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী প্রমুখ।
এ ছাড়া লুৎফুজ্জামান বাবর সব মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় এবং তাঁর মুক্তিতে আর কোনো বাধা না থাকার খবরে নিজ এলাকা হাওরাঞ্চলের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেন।