গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল, সম্পাদক আবু জাফর
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে রবিউল কবির সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় সহসম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খলেক এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক।
উপজেলা বি এন পি কার্যালয়ে পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আবু জাফর লেলিনের সঞ্চালনায় প্রথম পর্যায়ে সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপির সহ সভাপতি রেজানুল হাবিব রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির সহসভাপতি ফারুক কবির আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দীপু।
আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাখাল বুরুজ ইউনিয়নের চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউকসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। পরে দ্বিতীয় সেসনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর বিএনপির কাউন্সিলরা ভোট দেন।
দ্বিবার্ষিক কাউন্সেলে সভাপতি পদে তিনজন রবিউল কবির (মনু) মণ্ডল (চেয়ার প্রতীক), মোনোয়ার হোসেন রাজু (মোটর সাইকেল প্রতীক) ও জাহাঙ্গীর আলম ডাবলু (আনারস প্রতীক); সাধারণ সম্পাদক পদে দুজন আবু জাফর লেলিন (ঘোড়া প্রতীক) ও মোসাদ্দেক হোসেন সজল (খেঁজুরগাছ প্রতীক) এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন আমিরুল ইসলাম সরকার (আম প্রতীক), মমিন শেখ (মোমবাতি), মাহিদুর রহমান রানক (মাছ), আব্দুল মান্নান সিন্টু (মোরগ), আনিছুর রহমান নাদিম (দেয়াল ঘড়ি) ও তারিকুল ইসলাম চঞ্চল (বাইসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিলে পৌর সভার ৯টি ওয়ার্ডের ৪৫৯ কাউন্সিলর তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটে আগামী দুই বছরের জন্য গোবিন্দগঞ্জ পৌর বি এন পির সভাপতি পদে রবিউল কবির (মনু) মণ্ডল, সাধারণ সম্পাদক পদে আবু জাফর লেলিন এবং সাংগঠনিক সম্পাদক পদে মাহিদুর রহমান রানক ও আব্দুল মান্নান সিন্টু নির্বাচিত হন।