ঘন কুয়াশায় ঢাকা ভারতের উত্তরাঞ্চল, দৃষ্টিসীমা শূন্যের কোটায়
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ভারতের উত্তরাঞ্চল। দেশটির রাজধানী দিল্লিসহ আশপাশের এলাকাগুলোতে দৃষ্টিসীমা শূন্যের কোটায় নেমে এসেছে। এতে ট্রেন ও উড়োজাহাজ চলাচলে ঝুঁকির তৈরি করছে। খবর এনডিটিভির।
আজ বুধবার (১৫ জানুয়ারি) ভোর ৪টা ৩০ মিনিটে দিল্লির পালাম এলাকায় দৃষ্টিসীমা শূন্যের কোটায় ছিল।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ও রাতে শহরে আবারও ঘন কুয়াশা পড়তে পারে। দিল্লিতে ভোর সাড়ে ৫টায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
বর্তমানে দিল্লিতে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীদের ফ্লাইটের আপডেট তথ্য জানতে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (ডিআইএএল) বুধবার সকালে দেওয়া এক আপডেটে বলেছে, দিল্লি বিমানবন্দরে ফ্লাইট অবতরণ এবং উড্ডয়ন অব্যাহত রয়েছে। তবে ক্যাট-থ্রি সম্বলিত নয় এমন ফ্লাইটগুলো চলাচলে সমস্যা হতে পারে। সাময়িক অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।