অস্ত্রের মুখে বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণের অভিযোগ
বান্দরবানের লামায় অস্ত্রের মুখে সাত শ্রমিককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত শ্রমিকদের মুক্তিপণ বাবদ তাদের পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। আজ বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নের লুলাইং খালের পাশের এলাকায় ক্ষেত-খামারে কাজ করতে যায় চট্টগ্রামের লোহাগাড়া, কক্সবাজারের চকরিয়া, মানিকপুরের শ্রমিকরা। এ সময় পাহাড়ের অস্ত্রধারী একদল সন্ত্রাসী হানা দিয়ে অস্ত্রেরমুখে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত শ্রমিকরা হলেন মো. আমিন (৩৫), মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. সাকিব (১৪), খামার মালিকের ছেলে মো. জাভেদ (২৬), আসাদ (১৮) এবং মো. আবু হানিফ (২১)।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী অপহৃত শ্রমিকদের উদ্ধারে পাহাড়ের অরণ্যে সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালাচ্ছে।
সরই ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, ক্ষেত-খামারে কাজ করতে যাওয়া সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক বিহীন হওয়ায় বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের লামা ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.আতিকুর রহমান জানান, অপহৃত শ্রমিকদের উদ্ধারে যৌথ বাহিনির অভিযান চলছে। মুক্তিপণের বিষয়টি শোনেছি। তবে টাকার পরিমাণ জানা যায়নি। কারা অপহরণ করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।