ইংল্যান্ডকে হারাল ছন্দে থাকা বাংলার নারীরা
সামনেই অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। কুয়ালালামপুরে আজ বুধবার (১৫ জানুয়ারি) বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। যে কোনো পর্যায়ের ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলার নারীরা।
সুপার ওভারে গড়ানো ম্যাচে আগে ব্যাট করে ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১১৩ রান। রান তাড়া করতে নেমে বাংলাদেশও থামে একই রানে।
সুপার ওভারে যাওয়ার আগেই ম্যাচ জিততে পারত বাংলাদেশ। জয়ের জন্য শেষ বলে বাংলাদেশের এক রান দরকার ছিল। হাতে উইকেট ছিল একটি। তবে, শেষ বলে রানআউট হয়ে যান নিশিতা আক্তার। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে বাংলাদেশ করে ১১ রান। সেটি তাড়ায় পেসার হাবিবা আক্তারের ওভারে ১০ রানের বেশি নিতে পারেনি ইংলিশ নারীরা। এতে জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নারীরা।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি সিরিজে প্রথম দুই ম্যাচ হারে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচে জয় তুলে নেয়। সিরিজ ড্র করে ২-২ সমতায়। গত বিশ্বকাপের রানার্সআপ ইংল্যান্ডকে হারিয়ে সেই ছন্দ বাংলাদেশ ধরে রেখেছে প্রস্তুতি ম্যাচেও।