ছয় কমিশনের কাজের মেয়াদ এক মাস বাড়ানো হবে : পরিবেশ উপদেষ্টা
পরিবেশ ও বন এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কারের লক্ষ্যে চারটি কমিশনের প্রতিবেদন আমাদের হাতে এসেছে। আরও ছয়টি কমিশনের কাজের মেয়াদ এক মাস বাড়ানো হবে। কমিশন প্রধানরা এক মাস সময় চেয়ে নিয়েছেন।
আজ বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মলনে সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, তাদের রিপোর্ট ও সামারি দিয়েছে। এই সামারিগুলো আপনাদের জন্য আজকেই দেওয়া হবে। কমিশনগুলো তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে। যে রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে, সেই কমিশনের প্রধানেরা স্বাধীনভাবে কাজ করেছে। এখন কমিশন প্রধানরা সেই রিপোর্টগুলো নিয়ে বসবে। বসে এখান থেকে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, কোথায় তাদের প্রাধান্য দেওয়া উচিত, তারা ঠিক করবে। আগামীকাল ছয়টি কমিশনের কাজের সময় আরও একমাস বাড়িয়ে দেব।
এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।