সাইফের ওপর হামলা, যা বললেন কারিনা
গভীর রাতে নিজ বাড়িতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর চড়াও হয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীকারী। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে ঘটে এ ঘটনা। পরে ভোর সাড়ে তিনটার দিকে সাইফ আলীকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর আনন্দবাজার অনলাইনের
জানা গেছে, সে সময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে ইব্রাহিম আলি খান এবং এক পরিচারক। প্রাথমিকভাবে সাইফের বাহুতে আঘাত লেগেছে বলে জানান হলেও পরে চিকিৎসকরা জানিয়েছেন তার ঘাড়েও একটি আঘাত রয়েছে। আপাতত অস্ত্রোপচার করা হচ্ছে অভিনেতার।
কিন্তু পরিবারের বাকি সদস্যরা কেমন আছেন এখন, তা জানা যায়নি প্রাথমিকভাবে। এ বিষয়ে কারিনা কাপুরের টিমের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেত্রী ও তার দুই সন্তান সুরক্ষিত রয়েছেন। এই ঘটনায় তাদের কোনো ক্ষতি হয়নি।
কারিনার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বাহুতে চোট লাগার কারণে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সকলে নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনো জল্পনা করবেন না। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।’
একটি সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে। চিন্তিত অনুরাগীদের অনেকেরই প্রশ্ন, কীভাবে আক্রান্ত হলেন সাইফ।
ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢুকে পড়ার পরে তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান সাইফ। সেই সময় বলিউড অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয়। পরিবারের কয়েকজন সদস্যও সেই সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।