গাজীপুরে ডুয়েট ‘ইন্ডাস্ট্রিয়াল এক্সপো’ অনুষ্ঠিত
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং প্রকৌশল প্রযুক্তিবিষয়ক গবেষণা উন্নয়নের লক্ষ্যে ‘ইন্ডাস্ট্রিয়াল এক্সপো’ এবং জব ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ জয়নাল আবেদীন। এতে বিশেষ অতিথি ছিলেন- ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল এক্সপো এন্ড জব ফেয়ার-২০২৫ আয়োজন কমিটির সভাপতি অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ।
মেলার আয়োজকরা জানান, দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং শিক্ষকমণ্ডলী জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচন করতে বিশাল সুযোগ করে দিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় বাস্তবভিত্তিক শিক্ষা এবং শিল্পের সঙ্গে গবেষণার সমন্বয়ে দেশের উন্নয়নের পথে অগ্রসর হতে সহায়তা করবে।
শিল্প ও শিক্ষার এই মেলবন্ধন কেবলমাত্র শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে না, বরং শিল্প-একাডেমি সহযোগিতার ক্ষেত্রও প্রসারিত করবে। এর মাধ্যমে গবেষণার নতুন ক্ষেত্র তৈরি হবে, যা দেশ ও জাতির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন আয়োজকরা।
উল্লেখ্য, দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানসহ ৫০টি শিল্প প্রতিষ্ঠান দিনব্যাপী এই ইন্ডাস্ট্রিয়াল এক্সপো অ্যান্ড জব ফেয়ারে অংশগ্রহণ করে। শিল্প এবং শিক্ষার সুন্দর বন্ধন দেশের উন্নয়নকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করেন আগতরা।