এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় এ ভর্তি পরীক্ষা শুরু হয়।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানায়, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা কেবল প্রবেশপত্র আনতে পারবেন এবং কালো বলপয়েন্ট কলম, ঘড়ি, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস ব্যতীত অন্য কোনো কলম সঙ্গে রাখাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রগুলোর প্রবেশদ্বার সকাল ৮টায় খোলা এবং সকাল সাড়ে ৯টায় বন্ধ করে দেওয়া হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছরের ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৫ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে। দেশে ১১০ মেডিকেল কলেজের মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।