নিষিদ্ধ ছাত্রলীগনেতা কবীর কারাগারে
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা জেলার সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় কবিরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক তামান্না ইয়াছমিন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দিনগত ভোররাতে সেনাবাহিনীর একটি দল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই সময় তিনি বাড়িতেই ছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম। তিনি জানান, আজ ভোরে সেনাবাহিনীর সদস্যরা কবিরুল ইসলাম শিকদারকে থানায় হস্তান্তর করে।
সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, কবির শিকদার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। গত জুলাই-আগস্ট বিপ্লবে তাঁর সক্রিয় ভূমিকা ছিল, এবং সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন।
কবীর শিকদারের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে।