আমরা রক্তচক্ষু পরোয়া করি না : ডা. শফিকুর রহমান
আল্লাহর কসম থামব না। আমরা রক্তচক্ষু পরোয়া করি না। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে কর্মী সম্মেলনে এ অঙ্গীকার ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ।
জামায়াতে ইসলামীর আমির বলেন, মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ কায়েম করব। কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামব না। আল্লাহর কসম থামব না। আমরা রক্তচক্ষু পরোয়া করি না। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না।
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, এই আন্দোলনে আমাদের সন্তানরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এই বীররা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। আমরা রক্ত দিয়ে স্বাধীনতাকে রক্ষা করব।
চুয়াডাঙ্গা জেলা জামায়াত আমির মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ শাহরিয়ার শুভর বাবা মো. আবু সাঈদ উদ্বোধনী বক্তব্য দেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক (যশোর-কুষ্টিয়া) মোবারক হোসেন।
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমপ্রধান খন্দকার আলী মোহসিন, যশোর জেলা আমির গোলাম রসুল, ঝিনাইদহ জেলা আমির মুহা. আলী আজম, কুষ্টিয়া জেলা আমির আবুল হাসেম ও মেহেরপুর জেলা আমির তাজউদ্দীন খাঁন অতিথি হিসেবে বক্তব্য দেন।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ ও মো. আব্দুল কাদের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আসলাম অর্ক ও ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ।