নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ইজিবাইকচালকসহ নিহত ২
নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে রেল ক্রসিং পাড়াপাড়ের সময় ট্রেনের ধাক্কায় ইজিবাইকচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সড়কের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলক্রসিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের ইজিবাইকচালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার যাত্রী মন্নাফ মিয়া (৪৮)।
প্রত্যক্ষদর্শী শাহ আলম জানান, আমিরগঞ্জ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তনগর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ের পূর্ব পাশে অনেক গাছপালা থাকায় ট্রেনটি আসতে দেখা যাচ্ছিল না। এ কারণে ট্রেনটি রেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পেরোনোর চেষ্টা করে। তখন ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছে। এই রেলক্রসিংটি অবৈধ এবং কোনো গেটম্যান নেই। অসাবধানতাবশত অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে যায়। তাই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।