যে কারণে ‘তারকাহীন’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪ বিজয়ীদের হাতে আর কিছুক্ষণের মধ্যেই পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
তবে এবারের আয়োজন অনেকটাই তারকাহীন। কারণ, আজকের আয়োজনে উপস্থিত থাকছেন না শাকিব খান, অপু বিশ্বাস, ববি, আরিফিন শুভ, বাপ্পী চৌধুরী, সায়মন সাদিক, মাহিয়া মাহি ও পরী মণির মতো হালের জনপ্রিয় তারকারা।
এঁদের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের সমন্বয়ক এস এ হক অলিক বলেন, ‘মৌসুমী আপা সব সময়ই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পারফর্ম করে থাকেন। কিন্তু এ বছর যেহেতু তিনি পুরস্কার পাচ্ছেন, তাই তাঁর কোনো পারফরম্যান্স থাকছে না। তবে তিনি পুরস্কার নেওয়ার জন্য উপস্থিত থাকবেন।’
নায়ক শাকিব খানের অনুপস্থিতির বিষয়ে অলিক বলেন, ‘শাকিব খান বর্তমানে একটি ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন, যা পূর্বনির্ধারিত ছিল। তাই শুটিং বাদ দিয়ে অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না তিনি।’
অন্যদের অনুপস্থিতির ব্যাপারে অলিক বলেন, “অনেক চেষ্টা করেও অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বেশ কয়েক দিন ধরেই তিনি মোবাইল বন্ধ রেখেছেন। উনার পরিবারের কারো সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। নায়িকা ববি তাঁর নিজের প্রযোজনায় নির্মিত ‘বিজলী’ ছবির শুটিংয়ে দেশের বাইরে আছেন। আর মাহিয়া মাহি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে আগামী ১৫ তারিখ পর্যন্ত কলকাতায় থাকবেন।”
অন্যদিকে, দেশে থাকলেও হালের জনপ্রিয় নায়িকা পরী মণিকেও দেখা যাবে না আজকের আয়োজনে। পরীর অনুপস্থিতি নিয়ে অলিক বলেন, “পরী মণি এখন ‘রক্ত’ ছবির শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিদেশি ট্রেইনার তাঁকে ট্রেনিং করাচ্ছেন। সে কারণে তিনি আজকের অনুষ্ঠানে থাকতে পারছেন না।”
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের আরেক সমন্বয়ক মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো বড় আয়োজনে চলচ্চিত্রের জনপ্রিয় তারকাদের অনুপস্থিতির বিষয়টি দুঃখজনক। সবাই আশা করে থাকেন, সব তারকাই উপস্থিত থাকবেন। সে অনুযায়ী সব তারকার সঙ্গে আমাদের আগে থেকেই কথা ছিল যে তাঁরা সবাই নিজের শিডিউল এই অনুষ্ঠানের বেলায় ফাঁকা রাখবেন। সে কথা অনুযায়ী তাঁরা শিডিউল ফাঁকাও রেখেছিলেন। কিন্তু হঠাৎ করেই যখন আয়োজনের তারিখ ২৭ এপ্রিল থেকে পরিবর্তন করে ১১ মে করা হলো, তখনই আর সবার শিডিউল মেলানো সম্ভব হয়নি।’
চলচ্চিত্রের ২৬টি শাখায় দেওয়া হবে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন সৈয়দ হাসান ইমাম ও রানী সরকার। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ ও টিভি অভিনেত্রী নওশীন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।