নিজামীর মৃত্যুদণ্ডে বান কি মুনের উদ্বেগ
জামায়েত ইসলামী নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির পর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ১১ মে ব্রিফিংকালে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ডুজাররিক এই মন্তব্য করেন।
নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক জানতে চান, ‘স্টিফেন, গতকাল (স্থানীয় সময় বুধবার ব্রিফিংটি অনুষ্ঠিত হয়) জামায়াতে ইসলামীর নেতা রহমান নিজামীকে (মতিউর রহমান নিজামী) ফাঁসি দিয়েছে বাংলাদেশ। এ বিচার নিয়ে আপনার কাছে কি কোনো তথ্য আছে এবং বিষয়টি নিয়ে মহাসচিবের কী বক্তব্য?’
উত্তরে ডুজারিক বলেন, ‘না না তেমন কিছু নয়। অবশ্যই এই বিশেষ মামলাটি যেভাবে চালানো হয়েছে, তাতে আমরা উদ্বেগ জানিয়েছি এবং অবশ্যই শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং এই ঘটনার ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান জাতিসংঘ মহাসচিবের।’
এর আগেও যেকোনো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডাদেশ পুরোপুরি বাতিল করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা।
ফাঁসি বন্ধ রাখতে বাংলাদেশ সরকারের প্রতি বিভিন্ন সময়ে আহ্বান জানিয়েছিলেন তাঁরা। কারণ হিসেবে বলেছিলেন,সুষ্ঠু বিচারের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা হয়নি। এ ছাড়া ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল পলিটিক্যাল রাইটসের শর্তও অনুযায়ী এই বিচারগুলো করা হয়েছে কি না এই প্রশ্নও উঠে এসেছে বারবার।
আর জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এর আগেও বলেছিলেন, যেকোনো পরিস্থিতিতে,এমনকি সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের বিরোধী জাতিসংঘ। যেসব দেশে এখনো মৃত্যুদণ্ড বহাল আছে তাদের এ শাস্তি লঘু করার আহ্বান জানিয়েছিলেন তিনি।