অন্ধ্রপ্রদেশে দেয়াল ধসে নিহত ৭
ভারতের অন্ধ্রপ্রদেশে নির্মাণাধীন একটি শপিংমলের দেয়াল ধসে সাতজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে রাজ্যের বিজয়াওয়াদা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে গুন্টুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, গুন্টুরের লক্ষ্মীপুরামে বহুতল শপিংমলটির জন্য ৩০ ফুট গভীরে ভূগর্ভস্থ কক্ষ খোঁড়ার সময় দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে আটজন শ্রমিক ওই ভবনটির নির্মাণকাজ করছিলেন। আকস্মিক ভূমিধসে দেয়াল তাঁদের ওপর চাপা পড়ে। এতে সাতজন নিহত হন।
দুর্ঘটনার পর অন্ধ্রপ্রদেশের বিধানসভার স্পিকার কোদেলা সিবাপ্রাসাদা রাও, বিধায়ক আলাপতি রাজেন্দ্র প্রসাদ, এন আনন্দ বাবু, জেলা প্রশাসক কান্তিলাল দাদেসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজ্য সরকার সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু তাঁর সহকারী এন চিনা রাজাপ্পাকে গুন্টুরে যেতে নির্দেশ দেন। একই সঙ্গে চন্দ্রবাবু উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণের তাগিদ দেন রাজাপ্পাকে।