আজ শিক্ষার যে মান প্রয়োজন তা আমরা অর্জন করতে পারিনি : শিক্ষামন্ত্রী
পরীক্ষায় পাসের হার বাড়লেও শিক্ষার মান বাড়ছে না সমালোচকদের এমন বক্তব্য সঠিক না বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, আজকে শিক্ষার যে মান প্রয়োজন তা আমরা অর্জন করতে পারিনি। এটা রাতারাতি করে ফেলবে এমন জাদুর কাঠিও কারো কাছে নেই। আমাদের ভুল ত্রুটি কোথায় আছে সবার কাছ থেকে শুনে, বুঝে ও শিখে করতে চাই।
আজ রোববার গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএড প্রোগ্রামে ‘শিক্ষার বিস্তরণ’ শীর্ষক জাতীয় কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষাকে সহজলভ্য করে তোলা সম্ভব। প্রাথমিক থেকে সর্বোচ্চ শিক্ষা লাভের এই সুযোগ বাউবি নিশ্চিত করেছে। বর্তমানে বাউবির পাঁচ লাখ ৭০ হাজার শিক্ষার্থী। আগামীতে ১০ লাখ শিক্ষার্থী এর আওতায় আসবে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন ও টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ২-এর সহযোগিতায় ন্যাশনাল ওয়ার্কশপ অন দ্য ডেলিভারি মোড অব বিএড প্রোগ্রামের দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এ মান্নান।
শিক্ষা কার্যক্রমে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা বিস্তরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের মাধ্যমে মোবাইল অ্যাপসের একটি ডিজিটাল ডিসপ্লে প্রদর্শিত হয়। অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিজি-ডিরেক্টরেট সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন অধ্যাপক ফাহিমা খাতুন ও টি কিউ আই সেকেন্ড প্রজেক্টের প্রকল্প পরিচালক জহির উদ্দিন বাবর, প্রো-উপাচার্য ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।
কর্মশালায় ট্রেজারার ড. মোহাম্মদ আবু তাহেরসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্কুল অব এডুকেশনের সব শিক্ষক, দেশের সব সরকারি-বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, প্রফেসর ও পরিচালকসহ ১৭৫ জন এ কর্মশালায় অংশগ্রহণ করেন।