তিন শূন্যের পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের
শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের পৃথিবী গড়ে তুলতে প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স অঙ্গরাজ্যের ওয়েলেসলির ঐতিহ্যবাহী ব্যবসন কলেজের ২০১৬ সালের সমাবর্তন বক্তৃতায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস এ আহ্বান জানান।
শতবর্ষ পুরোনো ব্যবসন কলেজের এ সমাবর্তন অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার অতিথি উপস্থিত ছিলেন। ড. ইউনূস তাঁর বক্তৃতায় তরুণদের সীমাহীন সৃষ্টিশীলতা নিয়ে কথা বলেন এবং মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের ক্ষমতা ব্যবহার করতে তরুণ গ্র্যাজুয়েটদের উদ্বুদ্ধ করেন।
শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস শিক্ষার্থীদের শুধু নতুন নতুন প্রযুক্তির সুবিধাভোগী হয়ে তৃপ্ত থাকতে নয়, বরং সম্ভাব্য স্বল্পতম সময়ে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ—এই তিনটি শূন্যর একটি নতুন পৃথিবী গড়ে তুলতে যুগান্তকারী সব প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান জানান।
গতকাল রোববার ইউনূস সেন্টার থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ড. ইউনূস তাঁদের সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে সৃষ্টিশীল ক্ষমতার প্রায় সবটুকু প্রয়োগ করতে এবং ব্যক্তিগত আরাম-আয়েশের পেছনে এর সামান্য অংশ ব্যয় করতে অনুপ্রাণিত করেন।
প্রায় ৫০০ একর জায়গাজুড়ে অবস্থিত ব্যবসন কলেজ ক্যাম্পাস ২৩ বছর ধরে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ উদ্যোক্তা তৈরির কলেজ হিসেবে বিবেচিত।